সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।
বুধবার (১৪ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, “সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় যদি ঢাবির ভাইস চ্যান্সেলরকে পদত্যাগ করতে হয়, তাহলে গত আট মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে খুন হওয়া ৮০ নেতাকর্মীর দায়ে কি তারেক রহমানও পদত্যাগ করবেন?”
শিশির লেখেন, “নীতির প্রশ্নে যদি ভিসির পদত্যাগ চাওয়া হয়, তাহলে একই নীতি নিজেদের ক্ষেত্রেও মানা উচিত। ভাইস চ্যান্সেলর কি সাম্যকে খুন করেছেন, কিংবা কাউকে দিয়ে করিয়েছেন—এমন কোনো প্রমাণ কি সামনে এসেছে?”
তিনি আরও বলেন, “লাশ নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন। আমরা চাই, ‘জুলাই যোদ্ধা’ সাম্য হত্যার সঠিক বিচার হোক।”
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঢাবির ছাত্রনেতা সাম্য হত্যাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্র রাজনীতি। একাধিক ছাত্র সংগঠন উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে ব্যাপক বিতর্ক।