চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে মারধরের পর মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় রাউজানের আয়েশাবিবির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম মুহাম্মদ ফোরকান (৫২)। তিনি রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ফোরকান বাজারে আসার পর একদল লোক তাকে ঘিরে ফেলে। এরপর প্রকাশ্যেই মারধর করা হয় তাকে। পরে তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। এরপর ফোরকানকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর রাতেই তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি ভাঙচুর মামলার তথ্য আমাদের রেকর্ডে রয়েছে।”
পুলিশ জানায়, ফোরকান আওয়ামী লীগ সরকারের সময় তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলার আসামি।
ঘটনার বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতারা কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।