আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া হিরো আলম (আশরাফুল হোসেন) জানিয়েছেন, তিনি আর কখনো রাজনীতিতে ফিরবেন না। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৭ মে) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ এলাকায় একটি সেলুন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হিরো আলম বলেন, “আমি চারবার জাতীয় নির্বাচনে অংশ নিয়েছি, যার মধ্যে দুবার নির্বাচিতও হয়েছিলাম। কিন্তু এখনকার রাজনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে, যেখানে নির্বাচন করা কিংবা কিছু পরিবর্তনের স্বপ্ন দেখা একপ্রকার অসম্ভব। জনগণের জন্য রাজনীতি করতে চাইলে সেই জনগণই আপনার একটা ভুলের জন্য সব ভুলে যায়। ১০টা ভালো কাজ করলেও একটা ভুল কাজ করলে তারা আপনাকে ছাড় দেয় না।”
নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে হিরো আলম বলেন, “ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেখানেই অন্যায় দেখেছি, প্রতিবাদ করেছি। কিন্তু বিনিময়ে পেয়েছি অপমান, লাঞ্ছনা, মারধর ও ধিক্কার। আদালত কিংবা প্রশাসন—কোথাও আমরা নিরাপদ নই। আমি বুঝেছি, দেশের এই অবস্থায় জনগণের জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব না।”
রাজনীতি থেকে একেবারে সরে এসে মিডিয়ায় পুরোপুরি মনোযোগ দেওয়ার কথা জানান হিরো আলম।
তিনি বলেন,“আমি মিডিয়ার মানুষ, মিডিয়াতে থাকতে চাই। এখন কাজ নিয়েই বেশি ব্যাস্ত থাকতে চাই। শিগগিরই ১০ জন নতুন মডেল নিয়ে আসছি। এরইমধ্যে ৫ জন আত্মপ্রকাশ করেছে। আমি এখন মিডিয়ার জন্য নতুন মুখ তুলে আনতে চাই।”