বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত—সেনাপ্রধানের এই মন্তব্য গণতন্ত্র চর্চার জন্য ইতিবাচক এবং প্রশংসনীয়।
শুক্রবার (২৩ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, সেনাবাহিনীর এমন অবস্থান জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।
প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না। তবে ড. ইউনুস যদি আবেগে সিদ্ধান্ত নেন, তা হলে বিকল্প খুঁজে নেবে জনগণ।”
নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বিষয়ে তিনি জানান, তার পদত্যাগে বিএনপি অনড়।
সাংবাদিকদের এক প্রশ্নে সালাহউদ্দিন অভিযোগ করেন, “ছাত্র প্রতিনিধিরা যেকোনো সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারলেও বিএনপিকে সবসময় অপেক্ষায় থাকতে হয়। এটি ভিন্নমতের প্রতি অবহেলারই বহিঃপ্রকাশ।”
সরকারের আচরণ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যমুনা ঘেরাও করে সরকার এখন যে চাপের সংস্কৃতি চালু করেছে, সেটি মূলত সরকারের উপদেষ্টারাই তৈরি করেছেন।”