আগামীকাল বিএনপি কর্মীরা রাস্তায় নামলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৪ ঘণ্টাও ক্ষমতায় থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ১২ দলীয় জোটের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, “আমরা যদি বলি কাল রাস্তায় নামি, তাহলে আমার বিশ্বাস ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও টিকবেন না।”
তবে হুমকির সুরের পাশাপাশি কিছুটা কৌশলী অবস্থানও নেন তিনি। বলেন, “তাহলে ভবিষ্যৎ কি হবে? সেই বিবেচনায় আমরা এখানেই থামতে চাই। আমরা চাই ড. ইউনূসই সফল হোক। কারণ, উনার সফলতা মানেই আমাদের জুলাই-আগস্টের আন্দোলনের সফলতা।”
প্রধান উপদেষ্টার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আপনার তো কোনো সংস্কার করার ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, কিন্তু যদি বন্ধ্যা হয়, তাহলে তার প্রতি আকর্ষণ থাকতে পারে—কিন্তু সন্তান তো দিতে পারবে না।’’
এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান, ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তার ক্ষমতা বা কার্যকারিতা প্রশ্নবিদ্ধ।
গয়েশ্বর অভিযোগ করেন, “ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন ড. ইউনূস। এই মৌলবাদীরাই আজ সারাবিশ্বে অশান্তি তৈরি করছে।” পাশাপাশি তিনি বলেন, “সরকার দুর্নীতিবাজদের দমন না করে বরং তাদের সঙ্গেই আঁতাত করছে।”
জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, “যারা ২৪-এর জুলাইয়ে ১১ দিনের আন্দোলন করে মুকুট চায়, তাদের সেই মুকুট জাতি অনেক আগেই দিয়ে দিয়েছে। আমরাও দিয়েছি।”
তিনি মনে করেন, শিক্ষার্থীদের ভূমিকাও ইতোমধ্যেই রাজনৈতিকভাবে স্বীকৃত হয়েছে।