ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হবে পদযাত্রা, যা শেষ হবে সাতমাথা চত্বরে। এরপর সকাল ১০টায় সাতমাথা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে পথসভা।
বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী সাকিব মাহাদী।
সাকিব মাহাদী জানান, গত ১ জুলাই রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এই কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত। তিনি বলেন, “আমরা শহীদের কবর থেকে সাধারণ মানুষের উঠান পর্যন্ত পৌঁছে দিতে চাই নতুন বাংলাদেশ গড়ার ডাক।“
পদযাত্রার মূল উদ্দেশ্য, জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনা। জানতে চাওয়া, তারা কেমন বাংলাদেশ চায়, কীভাবে বদলানো সম্ভব বর্তমান রাজনৈতিক বাস্তবতা। বিশেষ করে তরুণদের ভাবনা ও প্রত্যাশা জানতে চায় এনসিপি।
তিনি আরও জানান, গত ৫ জুন “আপনার অনুদানে আগামীর বাংলাদেশ” ক্যাম্পেইনের মাধ্যমে এনসিপি দেশে প্রথমবারের মতো একটি ক্রাউডফান্ডিং মডেল চালু করে। সেখানে দেশ-বিদেশ থেকে অনুদান এসেছে প্রায় ২১ লাখ টাকা। সেই অনুদানেই চলমান জুলাই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পথসভায় রাষ্ট্র পুনর্গঠন, ন্যায়বিচার, বৈষম্যহীনতা, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পক্ষে বক্তব্য রাখবেন নেতারা। “এখনই সময় দেশ গড়ার, এখনই সময় বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার”।