বগুড়ায় শিক্ষানবিশ এক নারী আইনজীবীকে ধর্ষণের অভিযোগে পাবনার চাটমোহরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ এ আদেশ দেন। এর আগে তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কাহালুতে ২০২৩ সালের ১৩ এপ্রিল এক শিক্ষানবিশ নারী আইনজীবীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন মামুনুর রশিদ। পরে ওই বছরের ৮ আগস্ট বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা ভুক্তভোগী নারী একই এলাকার বাসীন্দা পাবনার কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দেয়।
তদন্ত চলাকালীন সময় থেকেই মামুনুর রশিদ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এই অনুপস্থিতি নিয়ে গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।
এক বছরের বেশি সময় পর, তদন্ত সম্পন্ন করে পুলিশ বৃহস্পতিবার আদালতে প্রতিবেদন জমা দেয়। বিচারক তা আমলে নিয়ে অভিযুক্তের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী আব্দুল হান্নান বলেন, “মেডিকেল রিপোর্টসহ পুলিশ দ্রুত তদন্ত শেষ করেছে। আদালত তা গ্রহণ করেছেন। আমরা আশা করছি, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হবে।”