মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের আয়োজনে ৬৪ প্রহর আট দিন ব্যাপী লীলা কীর্তনের শুভ সূচনা হয়েছে। রাধা রানীর জন্মাষ্টমী তিথিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১২ টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে লীলা কীর্তনের শুভ সূচনা হয়।
শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের সভাপতি রনজিৎ কৈরির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি ডা: বিপ্লব কুমার বর্মন, সেবায়েত বরেন্দ্র চন্দ্র সান্যাল, পৌর কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকু, পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, সাবেক কাউন্সিলর তাপস মালাকার প্রমুখ।
উল্লেখ্য, শেরপুরে বৃহৎ আকারে রাধা রানীর জন্মাষ্টমী উদযাপন করা হয় এবং প্রতিদিন ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ হয়।