গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের বনানী মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।
সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেওয়া দলটির নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কের এক পাশ অবরোধ করেন। এ সময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এনসিপির নেতারা বলেন, গোপালগঞ্জে পদযাত্রা শেষে ফেরার পথে আমাদের নেতাদের গাড়িবহরে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ ও অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে। সংগঠনটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, ‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালিত হবে।’
পোস্টে আরও বলা হয়, ‘সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।’