রাজধানীর সাভারের আশুলিয়ায় ৮ম শ্রেণীর ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (২৬ জূলাই) ভোরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর মোল্লাপাড়া এলাকার ইমরাস মোল্লার ছেলে অভি রহমান (১৭), একই ইউনিয়নের তৈয়বপুর হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২২) ও তৈয়বপুর মধ্যপাড়া এলাকার মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৮)। ভুক্তভোগীকে ধর্ষণের সময় শুভ তাদেরকে সহায়তা করেছিল বলে অভিযোগ ভুক্তভোগীর।
জানা গেছে, অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত অভি। প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে গতকাল রাতে মেয়েটিকে ইয়ারপুর এলাকার একটি দোকানে ডেকে নেয় প্রেমিক। ওই দোকানে আগে থেকেই উপস্থিত ছিল অভি ও সমির। পরে ওই দোকানেই তারা ভুক্তভোগী কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। দীর্ঘ সময় শারীরিক নির্যাতনের পর ভোরের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে কিশোরীটি নিজেই আশুলিয়া থানায় গিয়ে পুলিশকে পুরো ঘটনাটি জানায়। এরপর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’