জুলাই ঘোষণাপত্র আগামী ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (২ আগস্ট) বিকেলে সরকারের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ঘোষণাপত্র উপস্থাপন করা হবে গণঅভ্যুত্থানের পক্ষের সকলের উপস্থিতিতে।’ এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি পরে জানানো হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।
এর আগে, সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি পোস্টে লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। আগামী ৫ই আগস্টের মধ্যেই এই দলিল ঘোষণা করা হবে। এ ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।”
গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ‘জুলাই ঘোষণাপত্র’। অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে এই ঘোষণাপত্রের খসড়া সম্প্রতি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্ট‘সহ (এনসিপি) বিভিন্ন পক্ষকে পাঠানো হয়।
জানা যায়, জুলাই ঘোষণাপত্রের খসড়ায় রয়েছে মোট ২৬টি দফা। প্রথম ২১ দফায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, গণতান্ত্রিক সংগ্রাম এবং অভ্যুত্থানের পটভূমি তুলে ধরা হয়েছে।
শেষ ৫ দফায় উল্লেখ রয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের জবাবদিহিতা, আইনের শাসন, মানবাধিকার এবং বৈষম্যহীন সমাজ গঠনের বিষয়ে।