বগুড়ার শাজাহানপুরে পূর্ব শত্রুতার জেরে নির্মম হামলায় আহত হয়ে পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে প্রাণ হারিয়েছেন এক প্রসাধনী ব্যবসায়ী।
নিহতের নাম আল আমিন (৩৫)। তিনি বগুড়া শহরের নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী এবং শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার জানায়, গত ২৮ জুলাই সকালে আল আমিন বাড়ি থেকে বের হলে স্থানীয় সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। এরপর বাঁশঝাড়ে নিয়ে রড ও হাতুড়ি দিয়ে তার দুই হাত ও পা থেঁতলে দেয়। বাঁচাতে এগিয়ে এলে তার বাবা আফসার আলীকেও মারধর করা হয়। একই সঙ্গে আল আমিনের কাছে থাকা প্রায় সোয়া এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
তাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন ধরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার (২ আগস্ট) রাত ১০টার দিকে তিনি মারা যান।
স্থানীয়দের দাবি, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত। প্রতিবেশী নুরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হক দীর্ঘদিন ধরে আল আমিনের দেড় একর জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। তিনি তাদের বিরুদ্ধে মামলা করলে তারা মামলা তুলে নিতে চাপ দিতে থাকেন। মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় এই হামলা চালানো হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের পরিবারের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”