বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী (৩৭) কে গ্রেফতার করেছে র্যাব-১২। তিনি শাজাহানপুরের বয়ড়াদিঘী গ্রামের ইউনুছ আলী সোনারের ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে ছিলেন হযরত আলী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ছোনকা বাজার এলাকা থেকে তাকে আটক করে র্যাব সদস্যা। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত হযরত আলীর বিরুদ্ধে সাগর হত্যা মামলা, মারধর, চাঁদাবাজি মাদকসহ হাফ ডজনের বেশি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।