বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা দি নিউ আই ওপেনার কেজি স্কুলের শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ‘বিনোদন ডটকম’ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ১৪ সেকেন্ডের একটি ভিডিওটি ছড়িয়ে পড়ে। ওই স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৬০০ শিক্ষার্থী পড়াশোনা করে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই স্কুলের শ্রেণিকক্ষের একটি বেঞ্চে বসে এক ছাত্র ও এক ছাত্রীকে জড়িয়ে ধরে চুম্বন করছে। পাশে বসা আরেক ছাত্রী পুরো ঘটনাটি দেখছে। ক্লাসরুমের অন্য কেউ এই দৃশ্য মুঠোফোনে ধারণ করে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীদের আচরণ নিয়ে নেটিজেনরা সমালোচনা করছেন। একই সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
এ বিষয়ে সোনাহাটা দি নিউ আই ওপেনার কেজি স্কুলের পরিচালক শাহ আলম গণমাধ্যমে বলেন, “আমিও ফেসবুকে ভিডিওটি দেখেছি। বিষয়টি থানায় জানিয়েছি। এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্ত করা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, “বিদ্যালয় কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাকে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, “উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”