বগুড়ার শেরপুর পৌর শহরের গোসাইপাড়ার ব্যবসায়ী ও বাপ্পি এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা নির্মল সাহা (নিমু) আর নেই। শুক্রবার (২২ আগস্ট) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
নিমু সাহা দীর্ঘদিন ধরে স্থানীয় পরিবহন ও গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদস্য ছিলেন। তিনি তার স্ত্রী লিপি সাহা, মেয়ে নিপা সাহা, ছেলে বাপ্পি সাহা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টায় শেরপুর পৌর উত্তর বাহিনী মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।