অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচন ঘিরে দেশ এখন প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারের কাছে বর্তমান সরকার ক্ষমতা হস্তান্তর করবে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে কক্সবাজারের ইনানীতে ‘হোটেল বে ওয়াচে’ রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আমরা জাতিকে আগেই জানিয়েছিলাম, নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে। অন্তর্বর্তী সরকারের জায়গায় তখন একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেবে।”
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, মিয়ানমার জান্তা ও আরাকান আর্মির নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, “রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব।”
প্রধান উপদেষ্টা জানান, ২০১৭ সাল থেকে সীমিত সম্পদ ও সামর্থ্য নিয়েও মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। তবে এখন সমাধান বের করতে হবে, “সমস্যা মিয়ানমারের সৃষ্টি, সমাধানও সেখানেই।”
রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে ৭ দফা প্রস্তাব উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা।