রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গত রাতে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে বাড়ি ফিরছিলেন সঞ্জয় মণ্ডল (২৬) ও তাঁর স্ত্রী শ্রাবণী ভাদুরি (২১)। মহাসড়কের টেকনিক্যাল স্কুলে সামনের অংশে স্পিড ব্রেকারের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তারা। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান শ্রাবণী।
এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সঞ্জয়কে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সঞ্জয়ের শ্যালক অপূর্ব ভাদুরি জানান, দৌলতদিয়ার ঘাট পেরিয়ে মধুখালীর বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁর বোন ও ভগ্নিপতি। ঘটনাস্থলেই বোনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় হাসপালে নেওয়ার পথে সঞ্জয়েরও মৃত্যু হয়।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম শেখ বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় শ্রাবণীর মৃত্যু হয়। পরে সকালে খবর পাই, হাসপাতালে নেওয়ার পথে সঞ্জয়ও মারা গেছেন।