পটুয়াখালীর কলাপাড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীকে গণধর্ষণ এবং ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর।
এর আগে বৃহস্পতিবার (০৪ আগস্ট) অভিযুক্তদের আদালতে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কাওসার, আশীষ ও রিপন সোহাগ। তাদের কাছ থেকে একটি লুটকরা স্যামসাং গ্যালাক্সি-এ ১৩ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার জানান, গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে তরিকুল ইসলামের একতলা ভবনে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে। এ সময় ৫০ হাজার টাকা নগদ এবং প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। ভুক্তভোগীর স্বজন তরিকুল ইসলাম কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, অভিযুক্ত কাওসারকে ঝিনাইদহের মহেশপুর থানার শ্যামকুড় সীমান্ত এলাকা, রিপন সোহাগকে ঢাকার দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকার একটি বস্তি, আর আশীষ গাইনকে কলাপাড়া পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।