বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির আঙিনায় ছাগলের খাবারের জন্য কাঠাল গাছের পাতা তুলতে চড়ে ডাল ভেঙে গিয়ে আলতাব আলী (৬০) নামের এক কৃষক গুরুতর আহত হন।
পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত আলতাব আলী মরিচতলা গ্রামের বাসিন্দা।
জানা যায়, আলতাব গবাদিপশু পালন ও কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির আঙ্গিনায় থাকা কাঠাল গাছে উঠে ছাগলের খাবারের জন্য পাতা সংগ্রহ করার সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে নিচে পড়লে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে আলতাব আলীর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।