গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ ও পরবর্তীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সকাল ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছে সংগঠন।
রোববার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের বিরুদ্ধে অবস্থানরতদের হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুর। ওই হামলার পর তিনি মোট ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজে এবং পরে বেসরকারি মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নুরের নিজ ইচ্ছার বিপরীতেই চিকিৎসকের পরামর্শ ও পরিবারের ও দলীয় সিদ্ধান্তে তাকে বিদেশে পাঠানো হচ্ছে। গণঅধিকার পরিষদ দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছে।
সংগঠনের নেতারা জানান, উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে কৃতজ্ঞতা জানালেও হামলার ২৪ দিন অতিক্রম হওয়া সত্ত্বেও জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং সরকারের গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদন সম্পর্কে অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
সংগঠনের নেতারা সতর্ক করে বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও গণতন্ত্র রক্ষার স্বার্থে দলের সভাপতি ও রাজনৈতিক নেতার ওপর এই ধরনের হামলা উদ্বেগজনক এবং তা ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সংকেত ছাড়া কিছু নয়। তারা দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। অন্যথায় বড় আকস্মিক কর্মসূচি ও রাজপথে সংঘটিত আন্দোলনের হুমকি দিয়েও সতর্ক করেছেন।