বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬১ হাজার টাকাসহ রাশিদা আকতার (৩৩) নামের এক নারী মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের বিষ্ণুপুর (ওমরপুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানার সূত্র জানা গেছে, বিষ্ণুপুর এলাকার মৃত আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে রাশিদার ব্যাগ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাশিদার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নন্দীগ্রাম থানার উপ-পরিদশর্ক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের টিম রাশিদাকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।