সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ সময় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি মন্দির ও পূজামণ্ডপগুলোতে বিশেষ টহল ব্যবস্থা নেওয়া হয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ মাহমুদ বলেন, বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দুর্গাপূজায় যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সে জন্য বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
তিনি আরও জানান, দুর্গাপূজার সময় ভারত থেকে মাদক চোরাচালানের প্রবণতা বেড়ে যায়। তাই সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা সজাগ অবস্থানে রয়েছে।
এবার দিনাজপুরের হিলি এলাকায় মোট ১৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।