বগুড়ায় শিমুল হত্যা মামলায় সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপসহ হামলা চালিয়ে শিমুল নামে এক ব্যক্তি হত্যা করা হয়।
ওই ঘটনায় নিহত শিমুলের স্ত্রী শিমু বেগম বাদি হয়েএকটি মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বগুড়া জেলা সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট, বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের ঝাউতলা বড়গোলা সড়কের ওপর আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে আসামিরা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ, মারপিট ও অস্ত্র প্রয়োগ করে, একই সময়ে বৃন্দাবন পাড়ার স্থানীয় বাসিন্দা শিমুলকে জখম করে এবং পরে তিনি মারা যান।