বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে রাণী বেগম (৪০) ও তার ছেলে ইমরান হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এসময় লুণ্ঠিত কালো রঙের হিরো থ্রিলার মোটরসাইকেলও উদ্ধার করা হয়। গত (১৫ সেপ্টেম্বর) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার (১৮ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের কালাই এলাকার মোঃ জলিলের ছেলে মোঃ জিসান (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে সৈকত (২০) ও কালাইয়ের হাতিয়র মন্ডলপাড়া এলাকার মহির উদ্দিনের ছেলে মাহি ইসলাম (১৯)।
পুলিশ জানায়, ঘটনার পর নিহতের পিতা শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্তের ভিত্তিতে মাহি ইসলামকে গত ১৫ অক্টোবর রাতে ঢাকা জেলার আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মাহি ইসলামের দেওয়া তথ্য মতে নওগাঁ সদর মডেল থানার এলাকা থেকে লুণ্ঠিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এরপর শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলক্ষেত থানা অঞ্চলাধীন ডুমনি বাজার এলাকা থেকে মামলার মূল আসামি জিসান ও সহযোগী সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, আসামিরা নেশাগ্রস্ত ও ঋণগ্রস্ত ছিল। পুলিশকে জানানো হয়েছে যে, ঋণ পরিশোধের জন্য টাকা জোগাড় করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পনায় জিসানের মামাতো বোন, নিহত রাণী বেগমের বাড়িতে তারা যায়। সেখানে ইমরান কথা কাটাকাটি করলে ইমরানকে দা দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ইমরানের চিৎকারে পাশের ঘর থেকে রাণী বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে হত্যা করে তারা। পরে তারা মোটরসাইকেল ও কিছু গহনা নিয়ে চলে যায়।
পুলিশ আরও জানায়, মামলার তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।


