অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আসাদুজ্জামান বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ঝিনাইদহ-১ আসনের জন্য নমিনেশন চেয়েছেন এবং তিনি আশাবাদী নমিনেশন পাবেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দেয়া রায় বদল করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ করেছেন, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। রাষ্ট্রপক্ষ হিসেবে ধারণা অনুযায়ী ওই রায় থাকা উচিত ছিল না বলে জানিয়েছেন তিনি।


