বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করে চুরি করা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাতে বগুড়া সদর থানার ছোট বেলাইল গ্রামের মো. গোলাম দস্তগীরের আত্মীয় মঞ্জু মিস্ত্রির বাড়ির বারান্দা থেকে একটি কালো রঙের পুরাতন বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিঃ বগুড়া ল-১৩-৯২০৮) চুরি হয়। চুরির খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. স্বপন মিয়ার নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে।
স্থানীয়দের সহায়তায় সদর থানার ইসলামপুর হরিগাড়ী এলাকা থেকে মঙ্গলবার রাতে মো. আরিফুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারআরিফুল ইসলাম বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার নিলু ড্রাইভারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল ইসলাম দাবি করেন যে তিনি চুরি করা মোটরসাইকেলটি সিরাজগঞ্জ জেলার শাজাদপুর থানার একটি অজ্ঞাত ব্যক্তির বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। তাঁর প্রদত্ত তথ্যমতে ৫ নভেম্বর ভোরে (সকাল ৫:৩০ মিনিট) শাজাদপুর উপজেলার জগনিদহ উত্তরপাড়া গ্রামের সিরাজগঞ্জ রোড সংলগ্ন আরটি সলিউশন ওয়ার্কশপের সামনে থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারআরিফুল ইসলামের বিরুদ্ধে ইতোমধ্যে অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় নতুন করে বগুড়া সদর থানায় চুরির মামলা দায়ের করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “ডিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে। আন্তঃজেলা চোর চক্রের বাকি সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।”


