নওগাঁর মহাদেবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার খুরশিদুল ইসলাম, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম ইব্রাহিম হোসেন, মহিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবি আরা খানম, সফাপুর ইউনিয়ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক প্রমূখ।
নৈতিক শিক্ষার অভাব, পারিবারিক শাসনের অভাব, ধর্মীয় অনুশাসনের অভাব, স্মার্ট ফোনের অপব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত এবং শিক্ষার্থীদের অধিক স্বাধীনতাকে দায়ী করে বক্তব্য রাখেন বক্তারা।
এ সময় শিক্ষার্থীদের শিক্ষকদের অনুশাসন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। স্কুল, কলেজ, মাদ্রাসার নাম করে কেউ যেন বেওয়ারিশ ঘুরে না বেড়ায় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানানো হয়। সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত সকল শিক্ষককে প্রাইভেট, কোচিং না করানোর জন্য অনুরোধ জানানো হয়।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন। তাদের সচেতনামূলক সভা করার জন্য অনুরোধ জানানো হয়।


