জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে র্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার খেজুরতলা দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৫টায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল র্যালি ঢাকা–বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে।
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুল আলম হিরু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সহসভাপতি পিয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোঃ সিরাজ বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করলেও পরবর্তীতে আওয়ামী লীগ বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করেছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী–জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের ভার গ্রহণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।”
তিনি আরও বলেন, “দুঃখজনক হলেও সত্য, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। তবে ছাত্র–জনতার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সেই দুঃশাসনের ভিত্তি এখন ভেঙে পড়েছে। বিএনপি ইতোমধ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে সেই ৩১ দফা বাস্তবায়ন করব।”
শেরপুর–ধুনট আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে এলাকায় কর্মসংস্থান ও অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে শিল্পকারখানা গড়ে তুলতে গ্যাস সংযোগের ব্যবস্থা করব। শেরপুর শহরের যানজট নিরসনে মহাসড়কের ওপর ফ্লাইওভার নির্মাণ করা হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জান–মালের নিরাপত্তা নিশ্চিতে দল–মত নির্বিশেষে গণকমিটি গঠন করা হবে।”
শেষে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করার আহ্বান জানান


