বগুড়ায় জালটাকার নোটসহ তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নবম শ্রেণিতে পড়ুয়া মো. সেলিম (১৬), মো. বিপ্লব (১৬) ও সারজিল আহমেদ (১৬)।
বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, ওই তিন কিশোর ওই এলাকায় সাইফুল ইসলামের চায়ের স্টলে চা পান করে বিল দেওয়ার সময় ৫০ টাকার একটি নোট দেয়। নোটটি জাল সন্দেহ হলে দোকানি তা আশপাশের লোকজনকে দেখান। এতে উপস্থিতদেরও সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে সদর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের কাছ থেকে ৫০ টাকার ১৮টি, ২০ টাকার ১২টি ও ১০ টাকার ১৮টি নোট উদ্ধার করা হয়।
তাদের কাছে কীভাবে নোটগুলো এলো, তা জানতে তদন্ত শুরু করেছে ডিবি পুলিশ।


