আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে হিরো আলমকে তার স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পেছনে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এটি তখন জারি করা হয়, যখন হিরো আলম জামিনের শর্ত ভঙ্গ করেন।
মামলার পক্ষে বাদীর আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “রিয়া মনির করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদানের মামলায় হিরো আলম জামিনে ছিলেন। তবে তিনি জামিনের শর্ত পূরণ করেননি। তাই আদালতে হিরো আলমের জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।”
এজাহার সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের কারণে হিরো আলম রিয়া মনিকে বাসা থেকে বের করেন। পরে মীমাংসার নামে হাতিরঝিল থানা এলাকায় এক বাসায় ডেকে নিয়ে যান। সেখানে হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমসহ ১০-১২ জন রিয়া মনিকে পিটিয়ে আহত করেন এবং তার গলার স্বর্ণের চেইনও নিয়ে যান।
এর আগে, বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।


