জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণভোটের রায় যারা মানবে না, জনগণ তাদেরই প্রত্যাখ্যান করবে। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে তরুণ কৃষি উদ্যোক্তা বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, সম্প্রতি একটি দলের নেতারা সরাসরি গণভোটের বিরোধিতায় নেমেছেন। আগে যেমন তারা গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে জনগণের অবস্থানের বিপরীতে দাঁড়িয়েছিলেন—এখনও সেই পথেই হাঁটছেন। তার ভাষায়, “গণভোটের রায় যারা মানবেন না, তারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করছেন। জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে।”
সংস্কার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে নানা ধোঁয়াশা তৈরি হয়েছে। কিছু দল তা ঘিরে সন্দেহ সৃষ্টি করছে। আখতার বলেন, “সংস্কার প্রক্রিয়া যদি সরকারের মর্জিমতো ভাগ হয়ে থাকে, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে স্বাভাবিকভাবেই অস্পষ্টতা তৈরি হয়।”
সেমিনারে কৃষকদের অধিকারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল গণভোটের আলোচনার আড়ালে কৃষকদের অধিকারকে গৌণ করে দেখানোর চেষ্টা করছে। আখতার হোসেন বলেন, “গণভোট ও কৃষকদের অধিকার—দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। সংস্কার আর কৃষকের অধিকার আলাদা কোনো বিষয় নয়, বরং একই সূত্রে গাঁথা।”


