ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রবিবার (১৬ নভেম্বর) সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় দিনের সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সংলাপে অংশ নেওয়া দলগুলোর উদ্দেশে সিইসি বলেন, খুব শিগগিরই নির্বাচন ঘনিয়ে আসছে। এ সময়ে আচরণবিধি মেনে চলা জরুরি। তিনি আরও বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। কমিশন চায়, সব দলের জন্য সমান পরিবেশ তৈরি হোক।
ইসি জানিয়েছে, এদিন সকাল ও বিকেলে দুই পর্বে মোট ১২টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। সকালের সেশনে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।
সংলাপে বক্তব্য দিতে গিয়ে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয়, ইসিসহ সংশ্লিষ্টদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।
অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন আর দেখতে চান না—এমন মন্তব্য করেছেন কয়েকটি দলের প্রতিনিধি। তাদের দাবি, সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ হওয়া উদ্বেগ তৈরি করছে—যা নির্বাচন প্রক্রিয়ার জন্য ভালো বার্তা নয়।
বর্তমানে নির্বাচন কমিশনে বিএনপি, জামায়াতসহ মোট ৫৩টি দল নিবন্ধিত রয়েছে।


