সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সেনা সদর দফতরে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
শনিবার (১৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাঠানো ওই চিঠির বিষয়টি রোববার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে পাঠানো চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল। সূত্র জানায়—বর্তমান পরিস্থিতি ও মামলার সংবেদনশীলতা বিবেচনায় অপ্রীতিকর ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। এ কারণে পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করতে চিঠি পাঠানো হয়েছে।
রায়কে ঘিরে কয়েকদিন ধরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘শাটডাউন কর্মসূচি’র মধ্যে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে।


