বগুড়ার ধুনট উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আঁখি খাতুন (২২) নামে এক গৃহবধূ। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আয়শা–জবেদা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় দুই কন্যা ও এক পুত্র সন্তান। মা ও তিন নবজাতকই সুস্থ আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের বাসিন্দা আঁখি খাতুনের স্বামী সুজন মিয়া জানান, দুপুরে প্রসববেদনা শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে আনা হয়। গাইনি সার্জন ডা. সাদিয়া আফরীনের তত্ত্বাবধানে আল্ট্রাসনোগ্রাফিতে গর্ভে তিনটি শিশুর অস্তিত্ব নিশ্চিত হয়। পরে বিকেলে সফল অস্ত্রোপচার পরিচালনা করেন ডা. সাখাওয়াত হোসেন অপু, অ্যানেসথেসিয়া প্রদান করেন ডা. রাহাত আলী।
হাসপাতাল পরিচালক এমএ রাশেদ বলেন, “অসহায় মানুষের চিকিৎসা সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মা ও নবজাতকরা সুস্থ থাকায় আমরা নিজেদের ধন্য মনে করছি।” তিনি তিন নবজাতকের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
হঠাৎ একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর স্থানীয় এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। হাসপাতালের বাইরে ওয়ার্ডে ভিড় করছেন অনেকে।


