জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের পুরো চত্বরজুড়ে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
সকালে হাইকোর্টের প্রধান ফটকের পাশে অবস্থান নিতে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের। সামনে অল্প দূরেই সাঁজোয়া যান নিয়ে দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা। ট্রাইব্যুনালের ভেতর ও বাইরে পুলিশ সদস্যরাও অবস্থানে আছেন, টহল দিচ্ছেন নিয়মিত। পুরো এলাকা জুড়ে ছিল সতর্কতা ও নিয়ন্ত্রিত চলাচলের পরিবেশ।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই মামলায় অ্যাপ্রুভার হিসেবে থাকা পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


