বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোইকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তাকে ভারতে প্রত্যর্পণের পর বুধবার (১৯ নভেম্বর) দিল্লি বিমানবন্দর থেকেই এনআইএ তাকে আটক করে।
আনমোলকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে বিচারক তাকে ১১ দিনের পুলিশ হেফাজতে (রিমান্ড) পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই গ্যাংস্টারকে ধরতে আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধানে ছিল ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।
চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আনমোলকে আটক করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে তাকে ভারতে পাঠানো হয়। তার বিরুদ্ধে ভারতের বিভিন্ন থানায় অন্তত ৩১টি মামলা রয়েছে।
এর মধ্যে রয়েছে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড, মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ বাবা সিদ্দিকির খুন এবং সালমান খানের মুম্বাইয়ের বাসভবনের সামনে গুলিবর্ষণসহ একাধিক আলোচিত ঘটনা। এসব হাইপ্রোফাইল মামলায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বড় ভাই লরেন্স বিষ্ণোই কারাগারে যাওয়ার পর গ্যাংয়ের নেতৃত্ব নেয় আনমোল। ২০২২ সালে ভুয়া পাসপোর্টে নেপাল হয়ে দুবাই, এরপর কেনিয়া ও শেষে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখান থেকেই গ্যাংয়ের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।


