বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর বিএনপি পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। স্বাস্থ্যসেবা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে শেরপুর পৌর বিএনপির উদ্যোগে বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন ডা. হামিম, ডা. জুয়েল, ডা. ফারজানা আক্তার পপি ও ডা. মিতালি বসাক।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সহ-সভাপতি হাসানুল মারুফ শিমুল, যুগ্ম সম্পাদক সোহানুর রহমান লাবলুসহ পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অন্যদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু।
এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, যুবদলের আহ্বায়ক আশরাফিউদ্দৌলা মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাউছার কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল ইসলাম শাওন এবং মহিলা নেত্রী নাসরিন আক্তার পুটি, শাহজান পারভীন, সুইটি, বিলকিসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা কওে দোয়া করেন এবং তার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।


