বগুড়ার শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী দোলা সরকার (৮৫) ইন্তেকাল করেছেন। তিনি তৌহিদুজ্জামান সরকার শিমুলের বাবা।
বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগে সোমবার (২৪ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে পৌর শহরের রামচন্দ্রপুর পাড়া এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
দুপুর দেড়টায় শেরপুর সরকারি ডিজে হাই স্কুলের খেলার মাঠে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় স্বজন, শুভানুধ্যায়ী, ব্যবসায়ীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
তার মৃত্যুতে শেরপুরের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ দোলা সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


