বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের তিনদিন পর সেকেন্দার আলী (৭৩) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বশিকোড়া আকন্দপাড়া এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সেকেন্দার আলী (৭৩) বশিকোড়া আকন্দপাড়ার মৃত বয়তুল্ল্যা ওরফে বানুর ছেলে। তিনি মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরেননি। পরিবার ও গ্রামবাসী তাকে খুঁজলেও তার কোনো সন্ধান মেলেনি।
পরে সোমবার সকালে কয়েকজন নারী ডোবার হাঁটু পানিতে ভাসমান একটি দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল এসে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াইর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


