রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাকসু, সিওয়াইবি এবং সাধারণ শিক্ষার্থীরা। এসময় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে চারুকলা চত্বর, স্টেডিয়াম মার্কেট ও পরিবহণ মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে হোটেল, রেস্তোরাঁ ও মুদি দোকানগুলোর খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের জায়গায় অস্বাস্থ্যকর পরিস্থিতি পাওয়া যায়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরির সহায়তায় পোড়াতেল, আয়োডিনযুক্ত লবণসহ বিভিন্ন পণ্যের নমুনা পরীক্ষা করা হয়।
তদারকিতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৩ ও ৫১ ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশ, পোড়াতেল ব্যবহার ও অন্যান্য অনিয়মের জন্য মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত নিয়মে বিক্রি করা, খাদ্যে ভেজাল না রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে সতর্ক করেন। অভিযানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহযোগিতা করে।


