সকল স্কুল ও সরকারি প্রতিষ্ঠানে মেয়েদের জন্য পৃথক টয়লেট থাকা অবশ্যক এমন নির্দেশনা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, “স্কুল যদি মেয়েদের জন্য আলাদা টয়লেট সরবরাহ না করে, তাহলে আমার দৃষ্টিতে সেই স্কুলের রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতা নেই।”
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি সম্পর্কে জনগণকে জানাতে।
উপদেষ্টা শারমীন আরও বলেন, “একটি ছোট অবহেলার কারণে আমার বাচ্চা মেয়েটি শতভাগ শিক্ষা গ্রহণ করতে পারছে না। সমাজ এতটাই অসংবেদনশীল। স্কুলগুলো যারা চালান তারা ভাবেন না, একটি সামান্য ব্যবস্থা শিশুদের জন্য কতটা সুবিধা নিয়ে আসে। আমাদের কেন এটি অর্জন করা উচিত নয়?”
তিনি সতর্ক করেন, সরকারি অফিসেও মেয়েদের জন্য আলাদা সুব্যবস্থা নেই। অধিকাংশ রাষ্ট্রীয় দপ্তরে একই টয়লেট ব্যবহারের কারণে নারীরা ইনফেকশনের ঝুঁকিতে থাকেন। “এটি কোনো সংবেদনশীল ব্যবস্থা হতে পারে না। এটি বাস্তব এবং জরুরি পদক্ষেপ,” তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, স্কুল ও সরকারি প্রতিষ্ঠানে এই স্ট্যান্ডার্ড পরিবর্তন এবং নীতি প্রণয়নের উদ্যোগ দ্রুত কার্যকর হবে। তিনি দায়িত্বে থাকা পর্যন্ত এটি বাস্তবায়ন দেখতে চান।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ১৬ দিনের এই কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে অনুষ্ঠিত হবে সচেতনতামূলক প্রচারণা, র্যালি, আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন। পাশাপাশি জাতীয় হেল্পলাইন ১০৯-এর প্রচার, কুইক রেসপন্স টিমের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে উঠান বৈঠক ও কমিউনিটি সচেতনতা কার্যক্রম, আইনি সহায়তা এবং মনোসামাজিক কাউন্সেলিংয়ের আয়োজন থাকবে।


