বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “মানুষ যেমন কবর থেকে ফিরে আসে না, শেখ হাসিনাও আর কখনও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না।” মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত প্রায় ১০টায় গৌরীপুরের মধ্য বাজারে দলের আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলকে ধ্বংস করার পর শেখ হাসিনা নিজের প্রয়োজনীয় হিসাব-নিকাশ ও পরিবার-পরিজনসহ যা নেওয়ার ছিল তা নিয়ে ‘দাদার দেশে’ চলে গেছেন।
মামুনুল হক বলেন, “১৬ লাগেজে যা নেওয়ার প্রয়োজন ছিল সব নিয়েই দেশ ছাড়েন তিনি।” আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ওই নারী (শেখ হাসিনা) আর বাংলার মাটিতে ফিরবে—তার স্বপ্নও দেখা যাবে না।
মামুনুল হক সভায় আরও বলেন, নতুন বাংলাদেশের আশায় জুলাই বিপ্লবে সহস্রাধিক মানুষ প্রাণ দিয়েছেন। যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগকে ভুলে যাওয়া যাবে না বলে তিনি দাবি করেন এবং জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে খেলাফত মজলিসের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


