ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। (নতুন পুলিশ সুপারদের পূর্ণ তালিকা দেখার জন্য প্রদত্ত লিংকে ক্লিক করুন)।
এর আগে ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ৬৪ জেলার পুলিশ সুপার চূড়ান্ত করা হয়। এরপর গত কয়েক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করে নিয়োগ কার্যকর করা হলো।
অন্যদিকে, লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কোনো কর্মকর্তা বাদ পড়েননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এসপি নিয়োগের সময় বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে জেলার গুণগত মান অনুযায়ী জেলা তিনটি ক্যাটাগরিতে (এ, বি ও সি) ভাগ করা হয়েছে। এর মধ্যে ১৮ জন এসপিকে তাদের বর্তমান পদস্থানে তুলে নিয়ে সেখানে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে; বাকিদের নিয়ে লটারির মাধ্যমে পদবিন্যাস করা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে লটারির প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে কারো প্রতি অন্যায় করা হয়নি।
নিয়োগ সংক্রান্ত এই পদক্ষেপকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিশ্চিতকরণের অংশ হিসেবে দেখা হচ্ছে।


