বগুড়ায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন পিবিআইয়ের কর্মকর্তা শাহাদাত হোসেন। একই প্রজ্ঞাপনে বর্তমান বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসাকে বদলি করে দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এর আগে সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় ম্যানুয়াল লটারির মাধ্যমে জেলার ভিত্তিতে এসপি চূড়ান্ত করা হয়। লটারির সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় ও ডিএমপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর শাহাদাত হোসেন বগুড়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থাপনায় নেতৃত্ব দেবেন। আর জেদান আল মুসা দিনাজপুরে একই দায়িত্ব পালন করবেন।


