বগুড়া সদর উপজেলায় এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় আত্মসমর্পণ করেছেন মো. আফতাব। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ঝোপগাড়ি ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রাতে ঝগড়ার একপর্যায়ে আফতাব তার স্ত্রী মিনা বেগমের পাঁজরে ছুরিকাঘাতে করেন। পরে ছুরিটি পাঁজরে আটকে থাকা অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মিনা বেগম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এরপর ওইদন রাত ১০টার দিকে আফতাব নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার পরিদশর্ক (তদন্ত) মাহফুজ আনাম বলেন, জিজ্ঞাসাবাদে আফতাব জানিয়েছেন, স্ত্রীর পরকীয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অশান্তি চলছিল। সেই ক্ষোভ থেকেই তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন।
তিনি আরও জানান, আফতাবের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।


