বগুড়ার কাহালু উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে শহিদুল্লাহ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুর ইউনিয়নের চাঁদপুর ও খারিয়া নিশিন্দারা গ্রামের মধ্যবর্তী এলাকায় রেললাইনে।
পুলিশ জানায়, রোববার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট থেকে সান্তাহারগামী ‘টুয়েন্টি ডাউন বগুড়া কমিউটার’ ট্রেনটি ওই এলাকার রেলপথ অতিক্রম করার সময় শহিদুল্লাহ ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত শহিদুল্লাহ রাজশাহী বিভাগের বোয়ালিয়া উপজেলার কারিগরপাড়া এলাকার খাইরুল আলম সাজুর ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


