বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় গ্রেপ্তার হয়েছেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী (৫৮)।
বুধবার (১৭ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার খাগা পশ্চিম পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ আলী খাগা গ্রামের মৃত আব্দুল গনি মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং শেরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
মামলা ও গ্রেপ্তারের বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ১৫ নভেম্বর বিএনপি নেতা গোলাম মোস্তফা বাদী হয়ে শেরপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়।


