‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–২–এর অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বেজোড়া ও লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. ঈমান আলী (৫২)। তিনি বেজোড়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত কাজেম উদ্দিন প্রামানিকের ছেলে। অপরজন মো. মোমিনুল ইসলাম (৪২), যিনি বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য। তাঁর বাড়ি লতিফপুর দক্ষিণপাড়া গ্রামে। তিনি মো. জামাল উদ্দিনের ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।


