বগুড়ার ধুনট উপজেলায় পাকা টমেটো খাওয়ানোর কথা বলে এক শিশুকে ফাঁকা ক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম ছাবেদ আলী শেখ (৬৬)। তিনি উপজেলার চকমেহেদী গ্রামের নশু শেখের ছেলে এবং পেশায় কৃষক। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে চকমেহেদী গ্রামের এক কৃষক বাড়ির পাশের মাঠে কৃষিকাজ করছিলেন। ওই সময় তার ছয় বছর বয়সী শিশুসন্তান বাড়ি থেকে বাবার কাছে যাচ্ছিল। পথে ফাঁকা মাঠে আগে থেকেই অবস্থান করছিলেন ছাবেদ আলী শেখ। শিশুটিকে একা পেয়ে তিনি আদর করার ভান করেন।
একপর্যায়ে কৌশলে শিশুটিকে পাকা টমেটো খাওয়ানোর কথা বলে ক্ষেতের ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত ছাবেদ আলী দৌড়ে পালিয়ে যান।
ঘটনার দিনই শিশুটির বাবা বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শুক্রবার বিকেলে ওই অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে রাতেই নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছার রহমান জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালতে ভুক্তভোগী শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।


