বগুড়ার ধুনটে বিএনপির দোয়া মাহফিলে হামলা, নেতাকর্মীদের মারধর, দলীয় কার্যালয় ভাঙচুর ও ব্যানারে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার নাম মাহমুদুল হাসান মিথু (৩২)। তিনি ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সদস্য এবং উপজেলার নারায়ণপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারের হোটেল আরাফাত ভবনের দোতলায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করে দোয়া মাহফিলে হামলা চালায়। অভিযোগ রয়েছে, তারা বিএনপি নেতাকর্মীদের মারধর করে, কার্যালয় ভাঙচুর করে এবং ব্যানারে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর যুবদল নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ৬০ জনকে আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় মাহমুদুল হাসান মিথুকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


